ফতুল্লার ভুইগড়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ভুইগড় সোনালী সংসদ ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় জালকুড়ি স্পাইডার স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে ১-০ গোলে ভুইগড় মেম্বার বয়েজ ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
উক্ত ফাইলান খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সভাপতি কাজী শামিম তারেক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মাজেদুল, ৩ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি দুলাল হোসেন, সাংবাদিক ও ক্রীড়ানুরাগী আবু সাইদ পাটোয়ারী রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সাজ।