নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

মাসদাইরে কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৬, ৩ জানুয়ারি ২০২৫

মাসদাইরে কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জমকালো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সভাপতিত্বে এবং ১৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দলীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশ থেকে খেলাধুলার সুস্থ পরিবেশ নষ্ট করে মাদক আর কিশোর গ্যাং সৃষ্টি করেছিলো খুনি হাসিনা সরকার।

তরুণ ও যুবসমাজকে মাদক এবং অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে আনতে আবারো খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে যারা এই সুন্দর আয়োজন করেছে তাদের সকলকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।

প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যেমন জিয়া পরিবারের অবদান ছিলো তেমনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য।

বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বলিষ্ঠ অবদান রেখেছেন। অন্যান্য খেলার মত ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য তার নেওয়া পদক্ষেপগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে বেশি করে খেলাধুলায় মনোনিবেশ করে মাদক এবং সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে। 

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক সন্ত্রাস ইভটিজিং এর মত ভয়াবহ অপরাধ থেকে দূরে রাখে। তাই নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। আগামী প্রজন্মকে মেধা ও মননে সঠিকভাবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর খান চঞ্চল, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আবু রায়হান, বিল্লাল হোসেন প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: