নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ জানুয়ারি ২০২৫

গোদনাইল কিশোর সংঘের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৪

গোদনাইল কিশোর সংঘের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গোদনাইল কিশোর সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা কোরবানীর মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

গোদনাইল কিশোর সংঘ বিজয় দিবস ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরকে গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মো: কায়সার আহম্মেদ রাজিব। প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও এসপি প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আজিম মোল্লা বাপ্পী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদনাইল কিশোর সংঘ বিজয় দিবস উদযাপন আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মো: শহিদুল ইসলাম শহিদ, মো: আবুল কালাম, মো: আফজাল হোসেন, মো: আনোয়ার হোসেন শিমু, মো: জিয়াউল হক জিয়া, মো: আক্তার হোসেন, মো: জামাল প্রধান, মো: দিদার হোসেন, সদস্য মো: বাবুল হোসেন, মো: আমান উল্লাহ, মো: রাজিব হাসান, মো: মিলন মিয়া, মো: রুহুল আমিন, মো: জাকির হোসেন, মো: জুয়েল হোসেন, মো: কামরুল হাসান, মো: আব্দুল হামিদ, মো: হাসিব, মো: পায়েল, মো: আওলাদ, মো: ইমন ও সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।