নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

ডেমরা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৯, ২১ ডিসেম্বর ২০২৪

ডেমরা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পাঠ্যসূচিকে আধুনিক শিক্ষা ব্যবস্থার আদলে এমন এক ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে চাই যেখানে শিক্ষার্থীরা তাদের মূল অধ্যায়নের সাথে আইসিটি ও সফট স্কিল বাস্তবমুখী শিক্ষার সংমিশ্রণে শিক্ষিত হতে পারে। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) ডেমরা কলেজ ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আরো বলেন, শিক্ষাব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থার সময় আমরা দায়িত্ব নিয়েছি এবং এরই মধ্যে সারা দেশে অধিভুক্ত কলেজের গভর্নিং বডির কাজ প্রায় শেষের পথে নিয়ে এসেছি।

ডেমরা কলেজের অধ্যক্ষ ড. মোঃ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সিটি করপোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ডেমরা যাত্রাবাড়ী থানা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী, কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আবদুল জলিল, সদস্য আলহাজ্ব জয়নাল আবেদিন রতন, সাবেক অধ্যক্ষ ইউনুস মোল্লা।