নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

জালকুড়িতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪৪, ২১ ডিসেম্বর ২০২৪

জালকুড়িতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পূর্বপাড়া তরুন সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাদবর বাজারস্থ পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ পুরস্কার বিতরণ হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম সোহেল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সনেট আহম্মেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পারভেজ মল্লিক, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপলু, অর্থÑবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, বিএনপি নেতা এল,কে রনি, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাকিব হাসান রাজ, সহ-সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, শাহিন, নুরুল আমিন, আমির হোসেন ও অপু প্রমূখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইমতিয়াজ আহমেদ।