নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টাইব্রেকারে পাড়াগাঁও সেভেন স্টার স্পোর্টিং ক্লাবকে ০-১ গোলে হারিয়ে গোলাকান্দাইল ফুটবল একাডেমি স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। আয়োজিত খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম।

এ সময় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি আল-আমিন (মাসুদ)। খেলা উদ্বোধন করবেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু।

উপিস্থত ছিলেন- রূপগঞ্জ পশ্চিম সাব রেজিস্টার খন্দকার গোলাম কবির, পূর্ব সাব রেজিষ্ট্রার মো. হানিফ, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, মো. হাবিবুর রহমান বাবুল, গোলাম আহসান হাবীব, মো. আজিম সরকার, মো. সুলতান মাহমুদ, মো. জজ মিয়া, মো. মনসুর ভুঁইয়া, মো. রফিকুল ইসলাম, মো. মোমেন মিয়া, রূপগঞ্জ ফ্রেন্সক্লাবের সভাপতি মো. কাউসার আহমেদসহ আরো অনেকে।

পরে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ হিসেবে টিভি তুলেদেন অতিথিবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: