নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ৬ মে ২০২৪

নারায়ণগঞ্জে দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’ এর উদ্বোধন হয়েছে।

সোমবার (৬ মে) সকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য মোঃ আসলাম,ফিরোজ মাহমুদ সামা,মাহবুবুল হক উজ্জল,মাহবুব হোসেন বিজন,সুমন ভুইয়া,ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ। 

আগের রাতে বৃষ্টিতে খেলার পীচ ভিজে থাকায় দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করে আম্পায়ারদ্বয় এদিনের খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। বিধি মোতাবেক উভয় দল ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

এম. এম. এস ক্রিকেট একাডেমী ঃ সামি, পার্থিব, আবির, ইয়ামিন, সাঈদ, নোমান, রিয়াদ, অলিউল্লাহ, লিমন, সাইফুল, ইফতি।

মহসিন ক্লাব ঃ আবিদুজ্জামান, রাকিবুল, রেদওয়ান, আল আমিন, কাজী শান্ত, রোমেল, শান্ত, আদিব, হাসান রাইয়ান, মোঃ শান্ত।
 

সম্পর্কিত বিষয়: