নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সোনা মিয়া স্টেডিয়ামে

" চল ফুটবল খেলি" শ্লোগানে ৫ দিন ব্যাপী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৩

" চল ফুটবল খেলি" শ্লোগানে নারায়ণগঞ্জে ৫ দিন ব্যাপী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ডে সোনা মিয়া স্টেডিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এতে অনুর্ধ ১৫ বছরের ৩০ জন বালিকা অংশ গ্রহন করে। নারায়ণগঞ্জ এর প্রমিলা ফুটবল টীমের কোচ ইতি আক্তার ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ পরিচালনা করেন।


প্রশিক্ষন শেষে জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপনায় রবিবার (২৪ ডিসেম্বর) ফুটবল প্রশিক্ষণ এর দুই টীমের সমন্বয়ে প্রীতি ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হীরা আক্তার জেলা ক্রীড়া কর্মকর্তা, নারায়নগঞ্জ এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাসিক ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর  মনোয়ারা বেগম। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর পক্ষে লতা দে, কমিউনিটি মবিলাইজার-স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট, নারায়ণগঞ্জ।