মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে গোল্ডকাপ ফুটবল ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে জোয়ারদী খেলার মাঠে সভাপতি হিসাবে টুর্নামেন্টের খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মহসিন সরকার।
উপজেলার সনমান্দী ইউনিয়নে জোয়ারদী যুবসমাজ এ গোল্ডকাপ ফুটবল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসীয় জুম্মন সরকার, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন সরকার, সার্জেন্ট কামাল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে সোনারগাঁ উপজেলার ১৬টি দল। উদ্ধোধনী খেলায় যাত্রাবাড়ী একাদশ ০১-০ গোলে জোয়ারদী কিংসকে পরাজিত করে।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রকল্যাণ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি বায়েজিদ হোসেন জাবের, বিল্লাল হোসেন শিফাত, হাসানুজ্জামান সৌরভ ও সিয়াম।