সিদ্ধিরগঞ্জে আজিবপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট (২০২২) এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আজিবপুর সোনামিয়া স্টেডিয়াম মাঠে এই খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক ও সোনামিয়া স্টেডিয়ামের দপ্তর সম্পাদক মোঃ হামিদুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুরুউদ্দিন মিয়া।
এসময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সালমান স্পোর্টিং ক্লাব ও ইব্রাহিম স্পোর্টিং ক্লাব।
এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম, নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আলম, সমাজসেবক আলী হোসেন আলেক ও ওমর ফারুক প্রমুখ।
উক্ত খেলা পরিচালনা করেন, মাহফুজ আহমেদ, আবু সাঈদ, রাসেল আহমেদ, সাব্বির হোসেন, মাহমুদুল হাসান অভি, মুসফিকুর আহাদ, রুপান্তর, আসাদুল, সিহাব, জাহিদ,রাকিব, ইমন, আরাফাত।