নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল কাউন্সিলর অপসারণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল কাউন্সিলর অপসারণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরদের (সংরক্ষিত নারী কাউন্সিলরসহ) স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সাথে দেশের অন্যসব সিটি করপোরেশনগুলোর কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম। 

এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। এরপর সকল সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে,  এতদ্বারা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত সিটি করপোরেশনসমূহের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

এই  সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।