পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের দেওয়া হবে বিশেষ খাবার। জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদ উপলক্ষে বন্দি প্রতি দেড়শ টাকা অতিরিক্ত বরাদ্দ থাকছে। ঈদের দিন সকালে বন্দিদের নিয়ে ভেতরের মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সকালে পায়েস মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, কোমল পানীয়, সালাদ এবং রাতে ভাত, মাছ, সবজি, ডাল দেওয়া হবে। ঈদের পরদিন বন্দিদের বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়া হবে তাদের।
এবার জেলা কারাগারে কোনো বিশেষ রাজনৈতিক বন্দি নেই, যারা আছেন বিভিন্ন মামলায় ও সাজাপ্রাপ্ত।