গোগনগর ইউনি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেলে গোগনগর পুরাতন সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
প্রধান অতিথির বক্তব্যে এড. আবু হাসনাত শহিদ মো. বাদল বলেন, ৭৫’র ১৫আগষ্ট বঙ্গবন্ধু তার পরিবারেকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো যা বিশ্বের কোন দেশে এরুপ হত্যাকান্ডের ঘটনা নেই।
সে দিনের সেই হত্যাকান্ড থেকে শিশু রাসেলও খুনিদের কাছে মিনতি করেছিলো তোমরা আমাকে মেরোনা আমি ভিক্ষা করে খাবো তবুও আমাকে মেরোনা। কিন্তু সে কথা ঘাতকের দলকে মন নরম করতে পারেনি।
ক্ষুদিরাম ও প্রীতিলতারাও কিন্তু বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিলো কিন্তু তারা পারেননি। অথচ আমাদের নেতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের ৭ কোটি মানুষ ঢাল ও লাঠি দিয়ে দেশকে স্বাধীন করতে ঝাপিয়ে পড়ে সেই পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধের জন্য।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা সর্বদা দেশের সাধারন মানুষের সেবার জন্য দরজা খোলা রাখে।
২১ শে আগষ্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে তিনি গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিএসবি ও ডিজিএফআইকে উদ্দেশ্যে করে বলেন, আমরা নেতাকর্মীকর্মীরা কোথায় কি অনুষ্ঠান করি তা আপনারা সকল কিছু জানেন অথচ সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ঐ হাওয়া ভবনের নির্দেশে যে গ্রেনেড হামলা হলো সেদিন কোন আপনারা সে সংবাদ জানলেন না।
গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি ফজর আলী,সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন ফকির, সৈয়দপুর কমিউনিটি প্রাঃ বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগ নেতা হাজী মোঃ রুস্তম আলী সরদার,ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম,সৈকত হোসেন বেপারী,তোফাজ্জল হোসেন,নাজমা বেগম, যুবলীগ নেতা মো.সাহেদ প্রমুখ।