
“স্বাধীনতার ৫৪ বছর পরেও বাঙালি জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা, তাই রাষ্ট্রের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হব “ ২৬ মার্চ বুধবার সকালে মিশনপাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য জামায়াতে ইসলমীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন যারা আমাদের দেশকে বিভক্তি করে রাখতে চায় তারা অতিতে ও আমাদের বিভক্তি করে রেখেছিল।
তাদের এই চক্রান্ত কখনোই সফল হবেনা। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তাই মহান এ দিবসে আমরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
উক্ত আলোচনা সভায় মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী প্রচার বিভাগের দায়িত্বশীল হাফেজ আবদুল মোমিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।