
কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুস সবুর খাঁনের মৃত্যুতে কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির বর্তমান সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলে সদস্য সচিব হাজী মজিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (১৭মার্চ) কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাবেক সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর খাঁন ইন্তেকাল করেন।
আব্দুস সবুর খাঁনের মৃত্যুতে এক শোক বার্তায় কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির বর্তমান সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলে সদস্য সচিব হাজী মজিবুর রহমান বলেন, আব্দুস সবুর খাঁন কাঁচপুর এলাকার কৃতি সন্তান ছিলেন এবং কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি আজ পরলোক গমন করেছেন। আমি তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির বর্তমান সভাপতি হিসেবে গভীর শোক প্রকাশ করছি।