নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সকালে মাহবুবুর রহমানের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এর পূর্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ নগরীর মিশনপাড়া জড়ো হয়, পরে সেখান থেকে একটি বিশাল র‍্যালী নিয়ে চাষাড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।