নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫

জেলা বিএনপির নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

জেলা বিএনপির নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের রাজনীতি আরো বেগবান হবে সেই আশা ব্যক্ত করেন ।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটিতে অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ১ম যুগ্ম আহ্বায়ক, মাশুকুল ইসলাম রাজিব ও শরীফ আহমেদ টুটুলকে যুগ্ম আহ্বায়ক ও মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
 

সম্পর্কিত বিষয়: