নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ জানুয়ারি ২০২৫

শহর জুড়ে ছাত্রলীগের পোস্টারিং, মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৭, ২৩ জানুয়ারি ২০২৫

শহর জুড়ে ছাত্রলীগের পোস্টারিং, মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ

নারায়ণগঞ্জ শহর জুড়ে নিষিদ্ধঘোষিত জঙ্গী  সংগঠন ছাত্রলীগের রাতের আঁধারে পোস্টারিং এর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী  ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর।

 বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মোঃ ইসমাইল ও সেক্রেটারি অমিত হাসান এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

তারা বলেন, "৫ ই আগষ্টের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যারা জুলাই বিপ্লবে ছাত্রহত্যার সরাসরি আসামী তারা বিভিন্নভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টারিং করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই নিয়ে শহর জুড়ে সাধারণ ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। 

তারা আরো বলেন, ‘গত ১৫ বছরে ছাত্রলীগের গুন্ডা বাহিনীর অত্যাচারে ছাত্রসমাজের নাভিশ্বাস অবস্থার যখনই উত্তোরণ হলো, ঠিক তখই প্রশাসনের নাকের ডগায় খুনি হাসিনা ও শামীম ওসমানের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছে ছাত্রলীগ। আমরা এ ন্যাক্কারজনক ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ভিডিও ফুটেজ ও বিভিন্ন ছবি দেখে এই ঘঠনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে অতিসত্বর বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই। সেই সঙ্গে পুলিশ-প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই।
 

সম্পর্কিত বিষয়: