নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

জুলাই গণবিপ্লব ঘোষিত না হলে শহীদ ও আহতরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে : আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪০, ৮ জানুয়ারি ২০২৫

জুলাই গণবিপ্লব ঘোষিত না হলে শহীদ ও আহতরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে : আব্দুল্লাহ আল আমিন

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, জুলাইতে যে একটি গণবিপ্লব হয়েছে এটা যদি ঘোষিত না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায় তাহলে শহীদ, আহত প্রত্যেকেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমরা চাই সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরী হোক।

বুধবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবীতে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এদিক বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

কর্মসূচির বিষয়ে কেন্দ্রীয় এই নেতা বলেন, গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ঘোষণাপত্রের দাবী জানিয়েছিলাম। রাষ্ট্র দায়িত্ব নিয়েছিলো যে রাষ্ট্রিয় ভাবেই ঘোষণাপত্র রচিত করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকলাপ দেখিনাই। 

সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সেজন্য আমরা গণসংযোগ চালাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগপৎ ভাবে এই কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে সারাদেশে একটি জনমত ও গনজোয়ার তৈরী হয় জুলাই ঘোষণাপত্রের পক্ষে। 

তিনি আরও বলেন, আমাদের এই কর্মসূচি দেশব্যাপী চলছে। জনসংযোগের পাশাপাশি জনসভা করারও পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানাতেই এই গণসংযোগ চলবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন টিম এই কাজ চালিয়ে যাবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌছে দিতে চাই।

এসময় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নীরব রায়হান, জাহিদ হাসান প্রমুখ।