নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

ক্ষমতার লোভে স্বৈরাচারী আচরণ করবেন না : অন্তর্বর্তী সরকারকে গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৪, ২৬ ডিসেম্বর ২০২৪

ক্ষমতার লোভে স্বৈরাচারী আচরণ করবেন না : অন্তর্বর্তী সরকারকে গিয়াসউদ্দিন

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ক্ষমতার লোভে স্বৈরাচারী আচরণ করবেন না। প্রয়োজনীয় সংস্কার করেন। তবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র উপায় নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ অডিটোরিয়ামে থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ কর্মসূচির এ আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। 

গিয়াস উদ্দিন আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদের মাধ্যমে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে ফেলেছেন, এ বিষয়টি তারেক রহমান উপলদ্ধি করতে পেরেছিলেন। তাই তিনি রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেন। এ কর্মসূচি বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে পাড়ামহল্লা এমনকি ঘরে ঘরে গিয়ে সকল শ্রেণিপেশার মানুষের কাছে উপস্থাপন করতে হবে।

আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও ভোট পেতে হলে নিজেদের কর্মদ্বারা তাদের আস্তা ও বিশ্বাস অর্জন করতে হবে। তাদের আস্তা অর্জন করতে হলে সুখে-দুঃখের সাথী হতে হবে। আমাদের দলীয় কাজের গতি আগের চেয়ে আরো বাড়াতে হবে। সবাইকে নিজের ব্যক্তিগত স্বার্থ পরিহার করে দলের স্বার্থ দেখতে হবে। দলে বিরোধ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। 

গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদৈর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাই স্থানীয় নির্বাচন নিয়ে কেউ চিন্তা ভাবনা করবেন না। সবাই জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ দেন। কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। ভুয়া ভোটার যেন না হতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। 

সভায় থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক সর্বসম্মত্তিক্রমে যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।  
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম,, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, জেলা কৃষক দলের সদস্য সচিব কায়সার রিফাত, থানা বিএনপির সদস্য নুরুন্নাহার, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাধারণ সম্পাদক ডা. মাসুদ করিম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল প্রধান, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাধীন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত বিষয়: