বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটি নিয়ে বিতর্ক ও নানা আলোচানা সমালোচনা সৃষ্টি হওয়ায় সম্প্রতি ঘোষিত কমিটিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। দলের জেনারেল সেক্রেটারী মো, আমিনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দের পরামর্শক্রমে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে উল্লেখ করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর জাতীয়তাবাদী তরুন দলের সভাপতি ড. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামর স্বাক্ষরিত এক চিঠিতে এসএম সিফাত উল্লাহকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন দেলুকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর তরুন দলের শাখা কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদানও করা চিঠিতে।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই ঘোষিত নারায়ণগঞ্জ মহানহগর কমিটি সদস্য সচিব অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন দেলুকে নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুতই আলোচনা সাপেক্ষে এ কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি টি এইচ তোফা এর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, র্যাবের ক্রসফায়ারে নিহত মাস্টার দেলুর অন্যতম সহযোগি অস্ত্রধারী সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র, মারামারি ও হত্যা মামলা রয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় নারায়ণগঞ্জের চিহ্নিত হাজী সাহেব হিসেবে পরিচিত কিশোর গ্যাংয়ের গডফাদার হুন্ডাবাহিনীর জনক আজমিরি ওসমানের ছত্রছায়ায় থেকে ছোট দেলু হিসেবে পরিচিত লাভ করে। অনেকে নাডা দেলু বলেও ডাকে।
স্বৈরশাসকের পতনের আগের দিন প্রকাশ্যে ওসমান বাহিনীর সাথে থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে এই অস্ত্র ব্যবসায়ী দেলু। বর্তমানে ভোল পাল্টিয়ে বিএনপির কয়েকজন রাজনৈতিক ক্যাডারের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকার লেনদেন করে তরুন দলে ঢুকে পড়ে।
আগে প্রকাশ্যে না আসলেও এখন প্রকাশ্যেই মানুষকে হুমকী ধামকী ও চাঁদাবাজি শুরু করে দিয়েছে। হোন্ডার মহরা দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সামাজিক ভাবে মানুষকে ভীত করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের খাতায় একজন ফেরারী আসামি এই দেলু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড গোদনাইল নতুন আইলপাড়া এলাকার ড্রাইভার শাহজাহানের পুত্র দেলু দীর্ঘদিন যাবৎ এলাকায় উৎপাত শুরু করে দিয়েছে। যে কোন সময় অঘটন ঘটাতে পারে বলে এলাকাবাসী শংকা প্রকাশ করছে।
এদিকে কমিটি বিলুপ্তের বিষয়ে বেশ কয়েকজন নেতা জানান সন্ত্রাসী দেলুকে কিভাবে কমিটির সদস্য সচিব করা হলো তা আমাদের বোধগম্য নয়। তবে বিএনপির মধ্যে অনেক ছেচড়া রয়েছে যাদের কারণে দলের বদনাম হচ্ছে।
অন্যদিকে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় এবং অনলাইনে দেলুর অপকর্মের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের পর পরই পুলিশ প্রশাসনও নড়েচরে বসেছে। পুলিশ বলছে দেলুকে আমরা খুজছি আশাকরি দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।