নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে : টিপু 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২০, ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে : টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু কবলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা সংস্কারের  মাধ্যমে এদেশের বিশ কোটি মানুষের মুখে হাসি ফুটাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের দিকনির্দেশনা ও পরামর্শে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস শেখ হাসিনার সরকারকে পদত্যাগে বাধ্য করেছেন। আর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। 

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৫নং ওয়ার্ড ও ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, গত ১৬টি বছর বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার পায় নাই। মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, মানুষের বাক স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দলগুলো মিটিং মিছিল সমাবেশ করতে পারে নাই।

আর এই সুযোগে ফ্যাসিস আওয়ামী লীগ ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, এদেশের অর্থনীতি কে ধ্বংস করে দিয়ে হাজার হাজার টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে। 

আর যারাই তাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে তাদের কণ্ঠরোধ করে দিয়েছে মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে এবং আয়না ঘর করে মানুষকে জিম্মি করে অন্ধকারে রেখে নির্মল অত্যাচার করেছিল। তাদের অত্যাচারে কেউ সত্য কথা বলতে সাহস পায়নি। হত্যা,গুম, খুনের মাধ্যমে দাবিয়ে রাখা হয়েছিল। 

তিনি আরও বলেন, বীরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত ১৬ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি বলেই পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে সকল পথে নেতারা হামলা মামলা শিকার হয়েছিল।

আর পাঁচে আগস্টের পর পরে এই অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছিল। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। 

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা দেখতেছি অন্তবতী সরকারের কতিপয় কিছু লোক এ নির্বাচনকে নিয়ে তালবাহানা করছে। তারা বলছে নির্বাচনের জন্য সংস্কার করা প্রয়োজন। আমরা বলতে চাই অতিদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আক্তার হোসেন, সরকার আলম, শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, মাকিত মোস্তাকিম শিপলু, কাজী নাঈম, আল আরিফ, মহানগর ১৫নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মো. মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ অনেকেই।
 

সম্পর্কিত বিষয়: