নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

একক মতাদর্শের রাজনীতি নয়, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই : আল আমিন 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৫, ২৫ ডিসেম্বর ২০২৪

একক মতাদর্শের রাজনীতি নয়, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই : আল আমিন 

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা যেই তরুনদের রাজনীতির কথা বলছি, সেটা আমরা বলতে চাই যে কোন একক মতাদর্শ বা একক ধর্মের কোন রাজনীতি নয়।

এটা হবে সকল ধর্ম, বর্ন, শ্রেনী ও পেশার মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়তে চাই। এটাই হবে আমাদের রাজনীতি। 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গীর্জায় উপস্থিত হয়ে খৃষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘সকল শ্রেনী পেশার মানুষকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ চাই, তাই আমরা এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এখানে হাজির হয়েছি। একসাথে বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করতে চাই। আমরা বড়দিন উপলক্ষ্যে সারাদেশেই সকল গীর্জায় এবং খৃষ্টান সম্প্রদায়ের বন্ধুদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। 

৫ আগস্ট পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, আমরা এখানে মতবিনিময় করেছি। নারায়ণগঞ্জে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে কোন উদ্বেগ বা সমস্যার কথা শুনিনি। সারাদেশেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি যে আনন্দমুখর পরিবেশে উৎসব পালিত হচ্ছে।

পূজাতে আমরা সকল এলাকায় মন্ডপ ঘুরে সেবায়েত ও পুরোহিতদের সাথে কথা বলেছি। সম্প্রীতি ধরে রাখতে কাজ করে যাচ্ছি আমরা। 

এসময় অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, কেন্দ্রীয় সদস্য তামিম আহমেদ প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: