নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ ডিসেম্বর ২০২৪

তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, মিষ্টি বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৪:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৪

তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, মিষ্টি বিতরণ

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দখলবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে কমিটি বিলুপ্তির সংবাদ ছড়িয়ে পড়লে জেলা জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়া ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও মিষ্টি বিতরণ দেখতে দেখা যায়। 

এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে নারায়ণগঞ্জ বিএনপিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। 

প্রসঙ্গত, গত বছর ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।

সম্পর্কিত বিষয়: