মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে মহানগর বিএনপির বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর মিশনপাড়া থেকে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিশাল বিজয় র্যালি করে মহানগর বিএনপি।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।