নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

আগামী প্রজন্মকে জানাতে হবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক : টিপু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩২, ১৫ নভেম্বর ২০২৪

আগামী প্রজন্মকে জানাতে হবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক : টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব হয়েছিল। ফ্যাসিস খুনি আওয়ামী লীগ সরকার গত ১৫টি বছরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ফেলেছে। 

বাংলাদেশের সর্বভৌমত্ব ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামক তারা মুছে ফেলতে চেয়েছিল। তারা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির নামগুলোকে মুছে ফেলতে চেয়েছিল। 

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন দলের মিথ্যা মামলা দিয়ে দেশে প্রবেশ করতে দেয়নি। তাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে দায়িত্ব নিতে হবে। আগামী প্রজন্মকে জানিয়ে দিতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল এগারোটায় শহরের মিশনপাড়া মোড়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বর্ণাঢ্য র‌্যালি পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনা গত ১৬টি বছর বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের অধিকারকে হরণ করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে এবং মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল।

আজকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী দিনের ৩১ দফা যে কর্মসূচি তা বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সাহেব উল্লাহ রোমান, ভিপি নজরুল ইসলাম, দুলাল হোসেন, শাহিন আহম্মেদ, আক্তার হোসেন, মাহাদী হাসান মিঠু, রায়হান হক, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমান শিকদার (দপ্তরের দায়িত্বে) ,হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তরের দায়িত্বে), শরিফুর রহমান, জাকির হোসেন জুয়েল,সাইফুল প্রমুখ।