নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪

সন্ত্রাসী করলে টেঙি ভেঙে ফেলা হবে : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৫, ৮ নভেম্বর ২০২৪

সন্ত্রাসী করলে টেঙি ভেঙে ফেলা হবে : মাসুম বিল্লাহ

বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার রক্তের দাগ শুকানোর আগেই, তাদের স্বজনদের ক্ষত-বিক্ষত হৃদয়ে শান্তি আশার আগেই নব্য স্বৈরাচার ও নব্য চাঁদাবাজরা হাট ঘাট মাঠ দখল করে নিয়েছে।

তাদের হুশিয়ার করতে চাই ছাত্র-জনতা ও পীর সাহেব চরমোনাই এবং তার অনুসারীরা এখনো মাঠে আছে। আবার কোন নব্য স্বৈরাচার, নব্য চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠবে আমরা তা বরদাস করবো না।

ব্যানার ফেষ্টুন ও পোস্টার লাগিয়ে হাট ঘাট মাঠ দখল করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টেঙি ভেঙে ফেলা হবে। আমরা কোন দল বুঝি না। বিএনপি যদি ভেবে থাকে সন্ত্রাসী করবে। তাদের সে সুযোগ দেওয়া হবেনা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নাসিক ১ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলনের উদ্যোগে ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাসুম বিল্লাহ আরো বলেন, বিগত ১৯৭১ সাল থেকে গত ৫ আগস্টের আগ পর্যন্ত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা সবাই জনগণকে ধোকা দিয়েছে। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে মাথায় টুপি পড়ে, হাতে তজবি নিয়ে তারা মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে।

কিন্তু নির্বাচনের পর সব প্রতিশ্রুতি ভুলে গিয়ে লুটপাট করে নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। দেশের টাকা বিদেশে পাচার করেছেন। এখন থেকে আর তা হবেনা। দেশে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি বন্ধ হবে। 

ইসলামী আন্দোলনের নাসিক ১নং ওয়ার্ড সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর, জেলা, মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা শাখাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।