নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

আগামী নির্বাচনে জনগণের ভোট আমাদের প্রয়োজন : সজল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১২, ৩০ অক্টোবর ২০২৪

আগামী নির্বাচনে জনগণের ভোট আমাদের প্রয়োজন : সজল 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিগত সাড়ে সতেরটি বছর যুবদলের নেতাকর্মীরা বহু নির্যাতিত সহ্য করেছে। ওয়ান ইলেভেনের দুই বছর আর ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের সাড়ে পনেরো বছর।

অন্তত নিধারন কষ্ট ও নির্যাতন তারা সহ্য করেছে । সাড়ে ১৭টি বছর জাতীয়তাবাদের দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা ও জেল- জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। 

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি আমাদেরকে এই জুলুমবাজ দের হাত থেকে রক্ষা করেছে। এই জুলুমবাজ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান বিগত ১৭টি বছর দূর প্রবাসে থেকেও তিনি আমাদেরকে পরিচালনা করেছেন।

আমাদেরকে দিক-নির্দেশনা দেওয়ার মাধ্যমে আমাদেরকে সুসংগঠিত করে রেখেছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্দর উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা দোয়া  এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

বুধবার ( ৩০ অক্টোবর) বিকেলে মদনপুর স্ট্যান্ডে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, আমাদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু আজকের না আমরা সাড়ে পনেরোটি বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বহু নেতাকর্মী হত্যা গুম ও খুনের শিকার হয়েছে। আমরা সেই সব ভাইদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

গত ৪ আগস্ট এ আন্দোলনে আমাদের বন্দর ইউনিয়ন যুবদল নেতা স্বজনকে চাষাড়া মোড়ে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জানি স্বজন হারানো ব্যথা কতটা হৃদয়বিদারক। আমরা জাতীয়তাবাদী যুবদলের প্রতিটা নেতাকর্মী এসকল নিহতদের পরিবারের পাশে আছি এবং থাকবো। 

তিনি আরও বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষী উপলক্ষে আমাদের নেতা তারেক রহমান বলেছে তোমরা মানুষের পাশে দাঁড়াও।

সব সময় রাজপথে থাকলেই চলবে না মানুষের পাশেও তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমাদের দ্বারা যেন মানুষ সামান্য পরিমাণ হলেও যেনো উপকার পায় সেই চেষ্টাই কর। সে চেষ্টা তার উপায় কোথায় আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যান্য যে অনুষ্ঠানকে বাদ দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে। 

আমরা সদর বন্দর প্রতিটি থানা ওয়ার্ডে ও ইউনিয়নে মানুষের মাঝে বস্ত্র বিতরণ থেকে শুরু করে মানুষের সেবামূলক কাজগুলোর মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনের জনগণ ভোট আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে।

বন্দর উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম রনির সভাপতিত্বে ও বন্দর উপজেলা যুবদল নেতা মো. বাবুল মিয়া এবং মো. জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, বন্দর উপজেলা বিএনপি নেতা মোমেন ভূঁইয়া। 

আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, মো. এরশাদ আলী,  কামরুল হাসান, অদুদ সাগর, মিনহাজ মিঠু, হাবিবুর রহমান মাসুদ, জুনায়েদ মোল্লা জনি, মাহবুল আলম, সজিব আহমেদ, পলাশ বেপারী, আঃ হাকিম, মোক্তার প্রধান, সুজন, আলমগীর, বন্দর উপজেলা যুবদল নেতা আনোয়ার ভূঁইয়া, মো. বাদল মিয়া, পলাশ বেপারী, ইমরান ভূঁইয়া, মামুন আহমেদ, ইফাত মীর, সজিব, রিপন, প্রান্তসহ মহানগর যুবদল, বন্দর উপজেলা ও বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দ।