নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫

অনুপ্রবেশকারীরা দলে প্রবেশ করেছে, সজাগ থাকতে হবে : রাজিব 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ৭ অক্টোবর ২০২৪

অনুপ্রবেশকারীরা দলে প্রবেশ করেছে, সজাগ থাকতে হবে : রাজিব 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বিগত ১৭ বছরে যারা গুম হয়েছেন, গুলি খেয়েছেন, হামলা মামলা, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের চেয়ে বড় কোন নেতা নেই। নারায়ণগঞ্জে কর্মসূচিগুলোতে অনেককেই দেখা যায়নি। আজ তার আবার ফিরে এসেছে। আমরা একটি উদার দল করি। 

আমাদের প্রতিপক্ষদের কোন ক্ষতি যেন আমাদের দ্বার না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না। আর মনে রাখতে হবে একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে আরেকজন রাজনৈতিক কর্মীর সম্পর্ক হলো আপন ভাইয়ের চেয়ে ৭০ গুন বেশি সর্ম্পক। যদি আমরা সেটা না করতে পারি তাহলে আমরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারব না।

রবিবার (৭ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৪নং ওয়ার্ডের হাউজিং মাঠে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। 

রাজিব বলেন, সিদ্ধিরগঞ্জের এই ৪নং ওয়ার্ড সারাদেশে কুখ্যাতি সৃষ্টি হয়েছিল। এখানে প্রতিপক্ষ রাজনৈতিক দলের এমন নেতাকর্মী ছিলেন যারা নারায়ণগঞ্জ রাজনীতিকে কলঙ্কিত করেছে।

অতিথি আপনারা সহায়তা করলে তিনি এই কুখ্যাতি মুছে দিয়ে সুখ্যাতি অর্জন করতে পারেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কি করা কিন্তু খুবই কঠিন। বিএনপির রাজনৈতিক উদার মানসিকতা রাজনীতি। কারণ আমাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি। 

দেশের আনাচে কানাচে যাই ঘটুক দায়িত্ব কিন্তু আমাদের উপরেই পড়ে। তার কারণ হলো এদেশের মানুষ বিএনপিকে আস্থাশীল দল হিসেবে বেঁচে নিয়েছেন।  আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সেই আদর্শেই দেশের মানুষের  জন্য কাজ করে যাচ্ছি। 

তিনি আরও বলেন, বিএনপি একটি উদার দল। এর সুফলের সাথে কুফলও আছে। অনেক অনুপ্রবেশকারী সুযোগ নিয়ে দলের প্রবেশ করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এই দায় দায়িত্ব আমাদের সবাই। বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জেলা। 

যখন নেতৃত্বশূন্য ছিল এবং অভাব তৈরি হয়েছিল তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ না তারেক রহমান আলহাজ্ব মাহমুদ গিয়াস উদ্দিনের উপর আস্থা রেখে চ্যালেঞ্জ হিসাবে জেলা বিএনপির দায়িত্বভার দিয়েছে। মুহাম্মদ গিয়াসউদ্দিন এমন একজন ব্যক্তি যিনি মুখে যা বলেন অন্তরে তাই লালন করেন। তার সাথে আমাদের সকলকেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা'র সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ- সভাপতি মুহাম্মদ সাদরিল, এস এম আসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত, মহানগর তরুণ দলের আহ্বায়ক এস এম রিফাত উল্লাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।