নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় কাজীপাড়া সোনালী সংসদ খেলার মাঠে একই সময় বিএনপির দুই গ্রুপের অনুষ্ঠান নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদল পৃথক পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করেছে। এরমধ্যে কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করলেও কুতুবপুর বিএনপি কি উপলক্ষ্যে আলোচনা সভা তা ব্যানারে উল্লেখ্য করেনি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির কোষাধাক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহালম পাটোয়ারী।
এদিকে একই সময় একইস্থানে কুতুবপুর ইউনিয়ন বিএনপি আলোচনার সভার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান বক্তা-ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলহাজ¦ সুলতান মাহামুদ মোল্লা। বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।