নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

এড. টিপুর উপরে হামলার ঘটনায় আইনজীবী ফোরামের নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

এড. টিপুর উপরে হামলার ঘটনায় আইনজীবী ফোরামের নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ জাকির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সম্মানিত সদস্য এবং বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে সরকার বিরোধী আন্দোলনের একজন বীর সৈনিক।

তাকে হত্যার উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেইসাথে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বিকেল চারটায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায়  মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় টিপুসহ ৫ জকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। 

আহতদের প্রথমে খানপুর ৩০০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে শহরের হেল্থ রিসোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি মেডিহোপ ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।