নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে ১৩১ জনের নামে মামলা, আসামীর তালিকা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ২২ আগস্ট ২০২৪

আড়াইহাজারে ১৩১ জনের নামে মামলা, আসামীর তালিকা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনচলাকালীন ৪ আগস্ট সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।


দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার অন্য আসামীরা হলো ২। ওবায়দুল কাদের (৭৮), সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ (সাবেক সেতু মন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) ৩। শামীম ওসমান (৬৮), সাবেক সংসদ সদস্য, নারায়নগঞ্জ-৪, ৪। গাজী গোলাম দস্তগীর (৭০), সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১৫। নজরুল ইসলাম বাবু (৬০), সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-২, সর্ব জেলা নারায়ণগঞ্জ ৬। আসাদুজ্জামান কামাল (৭৫), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৭। কায়সার হাসানাত আব্দুল্লাহ (৫৫), সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩৮। আজমেরী ওসমান (৫০), পিতামৃত- নাছিম ওসমান ৯। অয়ন ওসমান (৪০), পিতা- শামীম ওসমান, উভয় আওয়ামীলীগ নেতা, সাং- নারায়ণগঞ্জ ১০। মোঃ আলাউদ্দিন (৫৮), সাবেক মেয়র, ফেনী পৌরসভা ১১। ফকির আক্তারুজ্জামান (৭৫), পিতামৃত- ইউসুফ আলী ফকির ১২। ফকির কামরুজ্জামান নাহিদ (৫০), পিতা- ফকির বদিউজ্জামান ১৩। ফকির মাশরিকুজ্জামান নিয়াজ (৫০), পিতা- ফকির আক্তারুজ্জামান, সর্ব সাং- পাচরুখী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ১৪। রফিকুল ইসলাম (৫০), ভাইস চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা পরিষদ ১৫। হেলাল (৪০) ১৬। সাজনুর (৫০) ১৭। আরাফাত (৪৫), সর্ব পিতা অজ্ঞাত, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ ১৮। বাকীর (৬০) ১৯। আব্দুল হাই (৫০) উভয় পিতামৃত আব্দুল ছামাদ মিয়া, সাং- বান্টি, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ২০। শব্দর আলী (৫০), পিতামৃত- রমিজ আলী ২১। নাজমুল (৫৮), চেয়ারম্যান দুপ্তারা ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ২২। শামীম (৪৫), পিতা- কানা রশিদ ২৩। জুলহাস (৫০) পিতা-রূপ মিয়া ২৪। সেলিম (৫০), পিতা- সুলতান, সর্ব সাং- কৃষ্ণপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ২৫। সুন্দর আলী (৬০), মেয়র আড়াইহাজার পৌরসভা, নারায়ণগঞ্জ ২৬। বাহাউদ্দিন (৫০), পিতা- হারুন, সাং- গাজীপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ২৭। সুফিয়ান (৪০), পিতা- অজ্ঞাত, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ ২৮। ফারুক (৪৫), পিতা- ইসমাইল, সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ২৯। ওয়াদুদ (৫৫), চেয়ারম্যান, সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ৩০। মোশারফ (৬০) ৩১। মোক্তার (৪০) ৩২। কামরুল (৩৮) ৩৩। কাদির (৪০), সর্ব পিতামৃত- মানিক ৩৪। গেলমান (৪৮) পিতা- নজু, সর্ব সাং- পুরিন্দা ৩৫। রবিন (৩০), পিতা- আব্দুর রহিম, সাং- ছনপাড়া ৩৬। জিকু (৪০), পিতা-কাদির, সাং- পুরিন্দা ৩৭। সিরাজ মোল্লা (৬০), পিতা- কেরা মোল্লা, সাং- পাচরুখী খাঁ পাড়া ৩৮। রুমান (৬০), পিতামৃত- মিন্নত আলী, সাং- ছনপাড়া ৩৯। কাজল মেম্বার (৬০), পিতা- অজ্ঞাত, সাং- রসুলপুর ৪০। আহম্মেদ কবির উজ্জল (৫৫), সভাপতি আড়াইহাজার উপজেলা যুবলীগ, দুপ্তারা ৪১। বাবুল (৫০), পিতা- খলিলুর, সাং- সাতগ্রাম ৪২। জয়নাল (৫০), পিতামৃত- রাজ্জাক সাং- টেকপাড়া ৪৩। সাদ্দাম (২৫), সাধারন সম্পাদক, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ ৪৪। মঞ্জুর (৩০), পিতা- জুলহাস, সাং- বান্টি ৪৫। শরিফ সরকার (২৫), পিতা- অজ্ঞাত, সাং- বান্টি ৪৬। অপু (৩০), পিতা- কাদির, সাং- পুরিন্দা ৪৭। সাইফুল (২৫) ৪৮। আলামিন (৩০), পিতা- অজ্ঞাত, সাং- দক্ষিণপাড়া ৪৯। সাইফুল ইসলাম স্বপন (৫০), উপজেলা চেয়ারম্যান, আড়াইহাজর, নারায়ণগঞ্জ ৩০। আবু তালেব মোল্লা (৭০), চেয়ারম্যান ফতেপুর ইউনিয়ন পরিষদ ৫১। কাউসার (৩০), পিতা কালাম, সাং- কৃষ্ণপুরা ৫২। ইকবাল মোল্লা (৪৫), পিতা আবু তালেব মোল্লা, সাং- বলভামপুর ৫৩। আলাছ (৩৫), পিতা- ডিপটি, সাং- হুনপাড়া ৫৪। তুষার (২৬), সাধারন সম্পাদক, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ ৫৫। জুয়েল (৪০), পিতা- অজ্ঞাত, সাং বান্টি ৫৬। সুমন (৩০), পিতামৃত ডাঃ করিম, সাং- নতুল যাধ্যি ৫৭। ছালাম (৪০), পিতা- অজ্ঞাত, সাং- কৃষ্ণপুরা ৫৮। রঙ্গিণ (৩৮), পিতা- আতাউর, সাং ফাউসা ৫৯। আলী হোসেন (৫৮), চেয়ারম্যান, হাইজাদী ইউনিয়ন পরিগর, আড়াইহাজার ৬০। সিরাজ (৬৫), পিতামৃত, কাদির, সাং- চৌরবরদী ৬১। অরিফুল ইসলাম (৩৬), চেয়ারম্যান। খাগকান্দা ইউনিয়ন পরিষদ ৬২। মোঃ ইসমাইল (৩৮), চেয়্যারম্যান, উচিৎপুরা ইউনিয়ন পরিসন, আড়াইহাজার ৬৩। বেনজীর আহম্মেদ (৬২), সাধারন সম্পাদক উচিৎপুরা ইউনিয়ন আওয়ামীলীগ ৬৪। আমান উল্লাহ আমান (৫৬), চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ৬৫। সিরাজুল ইসলাম (৫৬), চেয়ারম্যান, বিশনন্দী ইউনিয়ন পরিষদ ৬৬। হালিম সিকদার (৬৮), মেয়র, গোপালদী পৌরসভা ৬৭। জাকির মোল্লা (৬০), সাধারন সম্পাদক গোপালদী পৌরসভা আওয়ামীলীগ ৬৮। আজিজ মোল্লা (৫৫), পিতামৃত- লতিফ মোল্লা, সাং- পাঁচগাও দেওয়ানপাড়া ৬৯। খোরশেদ আলম (৬৫), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ ৭০। মুজাহিদুর রহমান হেলো (৭০), সাবেক উপজেলা চেয়ারম্যান, আড়াইহাজার ৭১। শাহজালাল মিয়া (৬৫), সাবেক সভাপতি, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ ৭২। রেজাউল করিম (৫২), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা যুবলীগ ৭৩। শরিফ মিয়া (৩০), সভাপতি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ ৭৪। আদর (২৫), ভিপি সরকারী সফর আলী কলেজ ছাত্র সংসদ ৭৫। শহিদুল্লাহ (৩৫), পিতা- ফজলুল হক, সাং- মজ্জাকান্দা, সাবেক ভি পি, সরকারী সফর আলী কলেজ ৭৬। আমির হোসেন (৩৫), সাবেক ভিপি, সাং- গাজীপুরা ৭৭। মনির (৫৫), পিতামৃত- আজিজ মাস্টার ৭৮। আবুল বাশার টুকু (৬০), পিতা- হাইচ্চাল্লা ৭৯। বিল্লাল (৫০), পিতামৃত- সুন্দর আলী, সাং- উত্তর কলাগাছিয়া ৮০। মোঃ ওছমান (৫০), পিতা- হারুন, সাং- গাজীপুরা ৮১। আলতাব (২৫), পিতা- আবুল বাশার ৮২। সাইফুল (২৮), পিতা- ফাইজুল্লাহ ৮৩। জুয়েল (৩৮), পিতামৃত- মফিজ উদ্দিন ৮৪। মোঃ সুমন (৩০), পিতা জাকির, সাং- বাজবী ৮৫। দিলীপ কুমার নন্দী (৫০), পিতা- খোকন নন্দী, সাং- দুস্তারা গিরদা ৮৬। মোঃ আনিছ (৩৫), পিতা- মুজাম্মেল মেম্বার, সাং- বাজবী ৮৭। মোতালিব (৪০), পিতামৃত- আলমাছ ৮৮। জসিম (৪০), পিতা- রেহাজ উদ্দিন ৮৯। আমান উল্লাহ (৩০), পিতা- আঃ হামিদ ৯০। হারুন (৪০), পিতা- আব্দুল হান্নান ৯১। আলী আকবর (৪৪), পিতামৃত- কামাল উদ্দিন, সর্ব সাং- গিরদা ৯২। বিজয় নন্দী (৩২), পিতামৃত- বিষা নন্দী ৯৩। মিঠু নন্দী (৩০), পিতা- সুবোধ নন্দী, সাং- দুপ্তারা পশ্চিমপাড়া ৯৪। মোঃ মাছুম (৩৫), পিতা- সুরুজ মিয়া ৯৫। রায়হান (৩০), পিতা- আবু তালেব ৯৬। আল আমিন (৩৫) পিতামৃত- কাজল ৯৭। বুলবুল (৪২), পিতা- জামান ৯৮। মনু মেম্বার (৬৫), পিতামৃত- কদম আলী ৯৯। নাইম মিয়া (৪২) পিতামৃত- ইব্রাহিম সাং- দুপ্তারা গিরদা ১০০। এইচ এম জাকির (৩৮), পিতা- টিপু ১০১। সাইফুল ইসলাম (৩৫), পিতা- আসাদ মিয়া ১০২। সোহেল (৩০), পিতামৃত- তাহের আলী ১০৩। ফারুবা (৪০) ১০৪। মামুন (৩৮) ১০৫। রাজু (৩৩), সর্ব পিতামৃত- আঃ হান্নান, সর্ব সাং- দিঘিরপাড়া ১০৬। এমদাদুল হক মিলন (৩৮), পিতা- মোঃ এফরান, সাং- আড়াইহাজার কৃষ্ণপুরা ১০৭। সিফাত (২৮), পিতা- দেলোয়ার ১০৮। সুজন (২৫), সাধারন সম্পাদক সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রলীগ ১০৯। শাওন (২৪), সাবেক জি,এস, পিতা- জাকির ১১০। সজীব (২৫), সাবেক এ,জি, এস, পিতামৃত- আঃ রাজ্জাক ১১১। রাজু (৩০), সভাপতি আড়াইহাজার পৌর ছাত্রলীগ, সাং- শিবপুর ১১২। নাঈম মোল্লা, সাবেক ভি, পি সরকারী সফর আলী কলেজ ১১৩। আল আমিন, সাবেক এ,জি, এস, সরকারী সফর আলী কলেজ ১১৪। তৌসিফ সিকদার, সাধারন সম্পাদক গোপালদী পৌর ছাত্রলীগ ১১৫। সিয়াম, পিতা- বেনজীর আহম্মেদ ১১৬। কামাল (৫০), পিতা- মতিউর ১১৭। সুমন মিয়া (৪০), পিতা- মোর্শেদ মোল্লা ১১৮। কাইয়ুম (৫৫), পিতা- হোসেন ১১৯। শাহিন (৫০) পিতা- হোসেন, সর্ব সাং- হায়ুরকান্দী ১২০। মিলন মিয়া (৪০), পিতা- জয়নাল, সাং- আউগড়া ১২১। অলিউল্লাহ (অলি) (৪০), পি,এস, সাবেক সংসদ সদসা নজরুল ইসলাম বাবু ১২২। ইসমাইল (৬০), পিতামৃত যুনছুর আলী সাং- চানুরকান্দী ১২৩। ছিদ্দিক (৫৫), পিতামৃত, সাজু মিয়া ১২৪। ইকবাল (৫০), পিতামৃত- হাসিম ১২৫। ফরিদ (৪০), পিতা- পৈলন খা, সাং- মোল্লারচর ১২৬। মোমিন, ৫৫), কমিশনার, পিতা- হেলাল উদ্দিন মেম্বার, সাং- লক্ষীবরদী ১২৭। ফারিয়ান (২৭), পিতা- মোতাহার, সাং- বাজনী ১২৮। কবেল (২৪), পিতা- সুরুজ মিয়া ১২৯। জয়নাল (৪৮), পিতামৃত- রহমালী ১৩০। শরীফ, (২৫), পিতামৃত আঃ জাদির, সর্ব সাং-কৃষ্ণপুরা ১৩১। রাকিবুল ইসলাম বিপ্লব, (৩০) পিতা- হাসেম, সাং-কামরানীকার সর্ব থানা-আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। এছাড়া অজ্ঞাত ১০০/১৫০ জন।

 

মামলায় উল্লেখ করা হয়,  ১ থেকে ১০নং বিবাদীগন বাংলাদেশ আওওয়ামীলীগ সংগঠনের সক্রিয় সদস্য ১১ থেকে ১৩১নং বিবাদীগন স্থানীয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও ত্রাস সৃষ্টিকারী। ১ থেকে ১০ নং আসামিদের ছত্রছায়ায় থেকে তাদের মদদে ও নির্দেশে এবং ১১ থেকে ১৩নং, ২৯ থেকে ৩৩ নং  এবং ৫৯-৭১নং বিবাদীগনের অর্থায়নে ও প্রত্যক্ষ মমদে অন্যান্য অসামিরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জনকে নানাভাবে ভয়ভীতি দেখানো সহ মারপিট, লুটপাট ও ত্রাস সৃষ্টি করে আসছে, ঘটনার দিন ৪ আগস্ট সকালে দেশের সচেতন নাগরিক হিসাবে আমার কর্মী ভিক্টিম মোঃ বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে করে ফিরে আসার সময় ৮৩-৮৪নং বিবাদীগন ৫নং বিবাদীকে ভিক্টিম মোঃ বাবুলের কথা জানাইলে ৫নং আসামী ১-১৩নং, ২৯-৩৩নং ও ৫৯-৭১নং আসামীগনের যোগাযোগ করলে তাহাদের হুকুম পাইয়া ৫নং বিবাদী ভিক্টিম বাবুল কে মেরে ফেলার জন্য ৮৩-৮৪নং বিবাদীগনকে হুকুম দেন। পরে পূর্ব পরিকল্পিত ভাবে বিবাদী বেআইনী সমাবেশ করে দেশীয় ধারালো অস্ত্র, রামদা, চাইনিচ কুড়ালে সজ্জিত ৩৪-৩৮নং, ৭২-১৩১নং বিবাদীগন ঘটনার সময় সন্ধ্য ৭ টার সময় কালীবাড়ী বাজার হতে উঠিয়ে নিয়ে  ঘটনাস্থল দুপ্তারা তাতীপাড়া ঈদগাহে নিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করে ভিক্টিম মোঃ বাবুল কে গুরুতর রক্তাক্ত জখম করে। অতঃপর বিবাদীগন তার মৃত্যু নিশ্চিত করে  ঘটনাস্থল হতে চলে যায়। অতপর মোঃ রাজীব, হান্নান ও আমান সহ এলাকার কিছু লোক ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে পৌছায় ও আমাকে ফোন করে ঘটনা জানায়। আমি তরিৎ গতিতে ভিক্টিমের আত্মীয় স্বজনকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌছে আমার সহ কর্মী মোঃ বাবুল মিয়ার নিথর দেহ মৃত অবস্থায় দেখি। পরে মোঃ বাবুল মিয়ার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইহাজার নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অতঃপর মোঃ বাবুলের লাশ সকল প্রকার আইনী কার্যক্রম সম্পাদনের পর  দাফন করি। ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমন্য ব্যাক্তিদের অবহিত করিলে উক্ত হত্যাকারীদের বিচার নিশ্চিত করিতে পরিবার ও আত্মীয় স্বজনদের সহিত আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করিতে বিলম্ব হল।