নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

 “মেয়র আইভীকে কড়া হুশিয়ারী”

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২১, ১৫ আগস্ট ২০২৪

 “মেয়র আইভীকে কড়া হুশিয়ারী”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নাসিক মেয়র ডা. সেলিনা হয়াৎ আইভীকে হুশিয়ারী দিয়ে বলেন, আপনার নেত্রী খুনি হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনি কিন্তু এখনো দেওভোগ বকে বসবাস করছেন। আমরা যদি নির্দেশ দেই তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউজের একটা ইটও থাকবে না।

অতএব আপনার সাবধান হয়ে যান। আপনি বিএনপি'র অফিস দখল করেছেন। কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। আমরা চাই  না কোনো খুনি হাসিনার পেতাত্মা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থান করুক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো । ওনার নির্দেশ না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

অতীতে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী গডফাদারের বিরুদ্ধে ভোট দিয়ে আপনাকে মেয়র বানিয়েছে। কিন্তু আপনি আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের দোসর, দুর্নীতির দোসর। আমরা বলেছিলাম, ১৫ই আগস্ট কোন ষড়যন্ত্রকারী আমরা মাঠে দেখতে চাই না। খুনি হাসিনা, আওয়ামীলীগের কোন প্রেতাত্মাকে মাঠে দেখতে চাই না।

আপনি যেভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছেন, আপনাকে বলতে চাই অতি শীঘ্রই পদত্যাগ করুন। যদি এটা না করেন, আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করে আপনাকে বাধ্য করবো। আওয়ামীলীগের কোন দোসর ছাড় পাবে না। খুনি হাসিনার কোন দোসর ছাড় পাবে না। দুর্নীতিবাজ এমপি, মেয়র, কাউন্সিলর কেউ ছাড় পাবে না।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি জানিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে এদেশকে স্বাধীন করেছিলেন। আর দ্বিতীয় স্বাধীন যুদ্ধের ডাক দিয়েছিলেন তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা শহীদ জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ ও তারেক জিয়ার স্বাধীন বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারীর হাতে তুলে দিতে পারি না। 

আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের দীর্ঘ ১৭ টি বছর রাজপথে ছিলাম। যখন কোটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে তখন আমাদেরকে নির্দেশ দিয়েছিল রাজপথে থাকার জন্য। আমরা কিন্তু রাজপথে এখনো আছি। শুধু আওয়ামী লীগ সন্ত্রাসী গডফাদার খুনি শেখ হাসিনা ও শামীম ওসমানকে বলতে চাই আমরা শান্ত আছি আমাদেরকে শান্ত থাকতে দেন। নারায়ণগঞ্জবাসী তথা বাংলাদেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দেন।

তিনি বলেন, খুনি হাসিনা আপনি শান্ত বাংলাদেশকে অশান্তি করার চেষ্টা করবেন না। হিন্দু মুসলিম এদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। আপনি যা চাচ্ছেন তা আর হবে না কারণ বাংলাদেশের ২০ কোটি মানুষ আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। 

আপনি এখন একজন পরাজিত ও পলায়ন নেত্রী আপনি কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেননি। আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা কর্মীদেরকে বলেছেন পাড়া মহালয় কিন্তু সম্প্রদায়ের মন্দির পাহারা দেওয়ার জন্য। আপনারা হিন্দু সম্পদের ভাই-বোনদের পাশে থাকবে না এবং তাদের মন্দিরও সম্পদ রক্ষা করবেন।