নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে মহানগর যুবদলের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ১৪ আগস্ট ২০২৪

মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে মহানগর যুবদলের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল । 

বুধবার (১৪ আগষ্ট) ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি প্রথম দিনে শহরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। দুপুর থেকেই মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে মহানগর যুবদলের মূল মিছিল যোগদান করেন। 

পরে তিনটার দিকে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা  শ্লোগান দেয়, পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে"। "শেখ হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান " শ্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো আশপাশ।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও  সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, যুুুুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল, কামরুল হাসান, অদুদ সাগর, মিনহাজ মিঠু, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, জুনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, তরিকুল ইসলাম, নুরুজ্জামান, এ এইচ সৌরভ, মানিক বেপারী, মিয়া মো. শাকিল, শফিকুল ইসলাম শফিক, শাহীন শরীফ, আরিফ খান, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল কালু, মোফাজ্জল হোসেন আনোয়ার, রেজাউল করিম রেজা, মো. হারুন, জহিরুল ইসলাম হারুন, আরিফ হোসেন, আঃ কাদির, সোহেল প্রধান, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, সজিব আহমেদ, নাজমুল জোয়াদ্দার, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আঃ হাকিম, ইব্রাহীম, শাহজালাল কালু, নিজাম উদ্দিন, আঃ রহমান প্রমুখ।