নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মন্দির পরিদর্শনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১০, ১৩ আগস্ট ২০২৪

তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মন্দির পরিদর্শনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ শহরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের টানবাজার বঙ্গ বিহারী মন্দির, নিমতলা শীতলা মন্দির, গোয়ালপাড়া পূজা মন্দির, উকিলপাড়া হোসিয়ারি মন্দির, নতুন পালপাড়া অনুকূলচন্দ্র সৎসঙ্গ, ঠাকুরের আশ্রম, সত্যধাম মন্দির, শ্রী শ্রী তারকনাথ ধাম, গলাচিপা কুড়িপাড়া লোকনাথ মন্দির, রাম কানাই মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। 

এসময়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মন্দির ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন । 

পরিদর্শনকালে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করছি এবং খোঁজ খবর নিচ্ছি। মহানগর বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক মন্দির পাহারায় নেতৃবৃন্দ রয়েছে।

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। হিন্দু মুসলমান সবাই সমান। নিজেদেরকে দূর্বল মনে করবেন না। আর কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো রকমের চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে শক্ত হাতে দমন করবেন।  

তাঁরা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা।

তাঁরা আরও বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, শাহিন আহমেদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রিফাত, সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সহ- সাংগঠনিক সম্পাদক মেহেবুব হাসান ভূঁইয়া, যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজলসহ অনেকেই। 
এছাড়াও শহরের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।