নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোন নেতাকর্মী যদি দলের নাম বিক্রি করে কোন ধরনের হামলা, লুটপাট, চাঁদাবাজি ও আইন-শৃংখলা বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে।
প্রয়োজনে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। তাই সবার কাছে বিনীত অনুরোধ দেশের এই ক্রান্তিকালে প্রতি এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখুন এবং নতুনভাবে দেশ গড়তে সম্মিলিত ভাবে কাজ করুন।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খুনি হাসিনার দোষরা নারায়ণগঞ্জেও অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে।
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ধর্মীয় উপাসনালয় এবং মাজার শরীফে আওয়ামী লীগের দুস্কৃতিকারীরা যেনো ভাঙতে না পারে এবং দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সেই দিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান করছি।