নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

আওয়ামীলীগ অফিসে স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত ছিলেন না শীর্ষ নেতারা!

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২১, ২৭ জুলাই ২০২৪

আওয়ামীলীগ অফিসে স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত ছিলেন না শীর্ষ নেতারা!

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলন চলাকালে র্দুবৃত্তরা যানবাহন, পুলিশ বক্স, মার্কেট, ক্লাব, আওয়ামীলীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসকল ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান দেখতে শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রথমে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স বহুতল ভবন পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে সাইনবোর্ড এলাকায় পিবিআই  ও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেন। ঢাকায় ফেরার পথে শহরের দুই নাম্বার রেল গেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা উপস্থিত থাকলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দলীয় কার্যালয়ের সামনে দেখা যায়নি।


১৫ থেকে ১৬ জন কর্মী সমথর্ককে নিয়ে মন্ত্রীকে রিসিভ করতে দেখা যায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতকে। 


অথচ দেখা মেলেনি জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহাসহ শীর্ষ নেতাদের।


তবে পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে উঠে চলে যাওয়ার সময় দেখা মিলল জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে। 


এদিকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্থ কার্যালয় দেখতে আসলেন, অথচ সেখানে জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না। এরমধ্য দিয়ে দলের সাংগঠনিক দৈন্যদশার চিত্র দৃশ্যমান হয়েছে মন্ত্রীসহ তার সঙ্গে উপস্থিত সকলের কাছে। নেতাদের উচিৎ ছিল মন্ত্রী মহোদয়ের আগমন ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত নিশ্চিত করা। কিন্তু সেটা তারা করেননি। 
 

সম্পর্কিত বিষয়: