নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

আবদুল কাদির সভাপতি ও সিরাজুল হক সাধারণ সম্পাদক

না’গঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫০, ৭ জুলাই ২০২৪

না’গঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 আবদুল কাদির’কে সভাপতি ও মো.সিরাজুল হক’কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের ৩৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 রবিবার (৭ জুলাই) দুপুরে ঢাকা বঙ্গবন্ধু এভিনিওতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে.এম আযম খসরু’র স্বাক্ষরিত এক প্যাডে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি পদে রয়েছেন মো.আবদুল কাদির, সহ-সভাপতি পদে রয়েছেন মো.মজিবুর রহমান, সহ-সভাপতি মো.হুমায়ন কবির, সহ-সভাপতি মো.মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো.সামসুজ্জামান, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন জীবন, সহ-সভাপতি মো.আসলাম, সহ-সভাপতি মো.ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো.সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.রুবায়েত হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.এরশাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.সোহেল আহমেদ ভান্ডারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কে.এস.এম আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.বোরহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.শাহাবউদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো.আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.সোহেল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.ফাহিম আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.সেলিম ভান্ডারী, দপ্তর সম্পাদক মো.আব্দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো.রবিন প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মো.ইব্রাহীম মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো.ইকবাল হোসেন, আইন ও দর কষাকষি সম্পাদক মো.আনোয়ারুল হক সুমন, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মো.পাভেল খান, সহ-শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মো.শরিফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সোনিয়া আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃরোকেয়া বেগম, শ্রমিক কল্যাণ সম্পাদক গাজী মো.লিটন, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক মো.মতিউর রহমান, ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম (অগ্রণী ব্যাংক), সদস্য মো.আসলাম শিকদার লিটন।

 এসময় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে.এম আযম খসরু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের উপর অবিরল আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রম বান্ধব সরকারের একনিষ্ঠ কর্মী হিসেবে আন্তরিক, নিষ্ঠা, সততা ও সাহসের সাথে আপনারা অর্পিত দায়িত্ব পালন করবেন।

 তারা আরও বলেন, জাতীয় শ্রমিক রীগ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক কমিটি বাতিল করা হলো এবং বন্দর নগরী নারায়ণগঞ্জের শ্রমিক লীগের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে জেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো। 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিদের্শ প্রদান করা হল যে দীর্ঘ বছর যাবত ঝিমিয়ে পড়া উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সম্মেলন করে যতদ্রুত সম্ভব সংগঠন গুলোকে গতিশীত করতে হবে।