নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

অসহায় হতদরিদ্রদের মাঝে জেলা যুবদলের ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৫, ৯ এপ্রিল ২০২৪

অসহায় হতদরিদ্রদের মাঝে জেলা যুবদলের ঈদ উপহার বিতরণ

 ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মঙ্গলবার ( ৯ এপ্রিল ) বিকেলে কাশিপুর বাংলাবাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজনে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা হয়।

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  আপনাদের জন্য নারায়ণগঞ্জ জেলা যুবদলের সামান্য ঈদ উপহার। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে জন্য। সর্বোপরি জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল খান,আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা যুবদল নেতা আনিসুর রহমান আনিস, ইকবাল হোসেন, আব্দুর রহমান পিয়েল, সাগর সিদ্দিকী, আবুল খায়ের, রেজাউল খন্দকার, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম সুজন, সিজান আহম্মেদ রুবেল, আবুল খায়ের, মো. রাসেল, জেকি, কামাল হোসেন, মো. ওয়াসিম, আলি হোসেনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দরা।

সম্পর্কিত বিষয়: