বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগের ইফতার মাহফিল আগামী ১৪ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হবে ।
এদিকে বুধবার (২৯ মার্চ) দুপুরে সম্ভাব্য ভেন্যু হিসেবে শহরের বরফকল মাঠ, জিমখানা মাঠ, দেওভোগ চারুকলা মাঠ ও ফতুল্লার পঞ্চপট্রি ফাজিলপুর মাঠ পরিদর্শন করতে আসেন যুবদল কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয় ) সহ- সভাপতি রেজাউল করিম পলসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় ) সহ- সভাপতি রেজাউল করিম পল, বরফকল মাঠসহ বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আমি সব কয়েকটি ভেন্যু পরিদর্শন করলাম। মোটামুটি সব কয়েকটি ভেন্যুই ভালো লেগেছে। প্রশাসনিক অনুমতি পেলে আমরা যেকোন একটি মাঠে ইফতার মাহফিলের অনুষ্ঠান করবো। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির প্রথম সদস্য সাদেকুর রহমান সাদেক,কেন্দ্রীয় সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহম্মেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সম্পাদক শহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ অপু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান, মহানগর যুবদল নেতা শাহাদুল্লাহ মুকুল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, ওসমান গনি, ইব্রাহীম, ডালিম মোল্লা, শেখ জামালসহ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, গত মঙ্গলবার (২৮ মার্চ) যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার আশেপাশে জেলার সভাপতি সাধারণ সম্পাদক ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
সভায় ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিলের জন্য নারায়ণগঞ্জকে বেছে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগামী ১৪এপ্রিল নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিল সম্ভাব্য ভেন্যু হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা বিভাগীয় যুবদলের সকল ইউনিটের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।