নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জম্মদিন পালন করলো জেলা শ্রমিকলীগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০০, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রীর জম্মদিন পালন করলো জেলা শ্রমিকলীগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ ও সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।


বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর শহরের কালীরবাজারস্থ জনতা ব্যাংক সিবিএ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের শারীরিক সুস্থতা এবং ওসমান পরিবারের সকল সদস্যের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।


এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদির বলেন, বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যার পর ৮১সালে দেশে ফিরে আওয়ামীলীগের দায়িত্ব নেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। 


এরপর তিনি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসেন। এর পর পর তিনবার তিনি ক্ষমতায় আসেন। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার বারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে একবার না দুই বার না ২১ বার হত্যার জন্য পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষের দোয়ায় প্রধানমন্ত্রী এখনও আমাদের মাঝে বেঁচে আছেন। আল্লাহ পাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেক হায়াত দান করুক।


তিনি আরও বলেন, জননেতা একেএম শামীম ওসমানের নির্দেশনায় মোতাবেক নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ কাজ করছে। আসুন সকল দ্বিধা দ্বন্দ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের জন্য কাজ করি। 


জামায়াত-বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র গুরু করেছে। কিন্তু নারায়ণগঞ্জের মাটিতে তাদের নতুন আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। জননেতা শামীম ওসমানের নেতৃত্বে শ্রমিক লীগ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে।  আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।


এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জনতা ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক উত্তম রায় চন্দ্র। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতিকমিটির যুগ্ম আহবায়ক, সিরাজুল হক, সদস্য মজিবুর রহমান, ইঞ্জি. আলমগীর মিয়া, মো. আসলাম, হুমায়ূন কবির, মোসলেউদ্দিন জীবন,ওমর ফারুক, সাহাবুদ্দিন পাঠান, বোরহান মিয়া, মতিউর রহমান, এস এম কাদির, আনোয়ারুল হক সুমন, রবিউল আলম, সোনিয়া আক্তার, শ্রমিক লীগ নেতা হারুন অর রশিদ সরকার, ফাহিম আহমেদ, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, বৈদ্দারবাজার ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ সুমন, জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন গাজী প্রমুখ।