নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রুবেলের পাশে ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ৬ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রুবেলের পাশে ডিসি জাহিদুল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ‘জুলাই বীর’ রুবেলের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে রুবেলের হাতে অর্থ সহায়তার ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। 

এ সময় রুবেল আবেগপ্লাবুত হয়ে বলেন, রুবেল বলেন, এর আগে আমি তিনবার এখানে এসেও কোনো সাহায্য পাইনি। কিন্তু আজ যখন প্রথমবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করি তিনি আমার কষ্টের কথা শুনেই ২০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। আমি খুব খুশি। এই টাকা আমার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, ডিসি স্যার দারুণ ভালো মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরও বড় হন, আরও অনেক অসহায়ের পাশে দাঁড়াতে পারেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর রুবেলের মতো সাহসী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বৈষম্যবিরোধী আন্দোলনের কারণেই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে জাতীয় জুডো খেলোয়াড় রুবেল ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজপথে নামেন। এদিন চাষাড়া অভিমুখে মিছিলের সময় নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলের সামনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। 

গুলিটি তার বাম চোখ, মাথা ও শরীরে বিদ্ধ হয়। এ ঘটনার পর প্রথমে তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার চোখে অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিএমএইচ-এ। সেখানে তার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার হয়।

রুবেল আগে পূবালী ব্যাংকে মার্কেটিং বিভাগে কাজ করতেন। আহত হওয়ার পর গত ছয় মাস ধরে তিনি বেকার। অনেকবার বিভিন্ন দপ্তরে ঘুরে সাহায্যের আবেদন করলেও কেউ তার পাশে দাঁড়ায়নি।