নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

তথ্য প্রযুক্তি ব্যবহার করে

ফতুল্লায় গার্মেন্টের সাড়ে ৩১ লাখ টাকা আত্মসাতে মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৪৮, ১২ মার্চ ২০২২

ফতুল্লায় গার্মেন্টের সাড়ে ৩১ লাখ টাকা আত্মসাতে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোষাক কারখানায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ৩১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রিপ্রেজেনটেটিভের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় ফকির গার্মেন্টের জিএম (এডমিন) অবঃ মেজর মোহাম্মদ বজলুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামী জাহিদুল ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রাজটকর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।


মামলায় উল্লেখ করা হয়, জাহিদুল ইসলাম ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর ফকির নীটওয়্যারস লিমিটেডে ফ্লোর রিপ্রেজেনটেটিভ পদে যোগদান করেন।

এরমধ্যে কোম্পানী থেকে ২০১৭ সালের জানুয়ারী থেকে চলতি মাসের ৮ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে চাকুরী থেকে চলে যাওয়া শ্রমিকদের আইডি ব্যবহার করে ফেস ডিভাইসে নিজের একাধীক ফিঙ্গার ব্যবহার করে এবং ইআরপি সফটওয়্যারে একাধীক আইডিতে হাজিরা দেখিয়ে ডাচ বাংলা ব্যাংক থেকে ১৮টি একাউন্টে প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা গ্রহন করে আত্মসাৎ করতেন জাহিদুল। এতে প্রায় ৩১ লাখ ৫৭ হাজার ৯০৯ টাকা আত্মসাৎ করেছে।


ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলা গ্রহন করে আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।