নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২২

সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রুবেল হোসেন (২৭) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২২ ফেব্রয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় সিদ্ধিরগঞ্জ হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম সম্বলিত সীল, ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।  


সে সনদপ্রাপ্ত কিংবা বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিষয়ক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে এবং নিজের নামে অবৈধভাবে সীলমোহর, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ভুয়া ডাক্তার মোঃ রুবেল হোসেন বিভিন্ন চক্ষু রোগীদের নিকট চক্ষু ডাক্তার হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।


সে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালের টিলা এলাকার মোঃ ইউনুস শেখ এর ছেলে।  তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।