নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

ফতুল্লায় স্ত্রীর হাতের কব্জি কেটে পালিয়েছে স্বামী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪৩, ২১ জানুয়ারি ২০২২

ফতুল্লায় স্ত্রীর হাতের কব্জি কেটে পালিয়েছে স্বামী 

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী রোকেয়া (২৭)কে হাত পা বেধে হাতের কব্জি কেটে পালিয়ে গেছে পাষন্ড স্বামী মোঃ রফিক (৩১)। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থনার ভুইগড়স্থ রিয়াজ উদ্দিন বাজারের রুবেল মিয়ার বাড়ীর তৃতীয় তলায়। 


এ  ঘটনায় আহত রোকেয়ার ভাই  রুবেল(২৬) বাদী হয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।


বাদী রুবেল জানান, তাদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দেবীদ্বার এলাকায়। দেড় বছর পূর্বে একই জেলার ব্রাহ্মনপাড়া থানার উত্তর তোতাভুমি এলাকার মনতাজ মিয়ার পুত্র মোঃ রফিকের সাথে তার বড় বোন রোকেয়ার বিয়ে হয়। তারা  বিয়ের পর থেকে অভিযুক্ত রফিক ব্যবসা করার জন্য তাদের নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিলো। 


ইতিমধ্যে তারা এক লাখ টাকাও দিয়েছে।বাকী এক লাখ টাকার জন্য প্রায় সময় তার বোনের স্বামী তার বোন কে নির্যাতন করতো।এ নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।গত পাঁচ মাস পূর্বে ঝগড়া করে তার বোন কুমিল্লায় তাদের গ্রামের বাড়ীতে চলে যায়। এর মাস খানেক পরে রফিক তার বাবা- মাকে বুজিয়ে তারনবোন কে বর্তমান ঠিকানার বাসায় নিয়ে আসে। 


কিছুদিন নিরব থাকার পর আবারো টাকার জন্য চাপ দেওয়া শুরু করে। এ নিয়ে প্রায় ঝগড়া হতো। শনিবার(১৫ জানুয়ারী) রাত সাতটার দিকে রফিক বাসায় এসে তার বোনের নিকট যৌতুকের টাকা দাবী করে। এ নিয়ে বাক বিতন্ডতা হলে রফিক তার বোনের হাত-পা বেধে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে। 


এতে তার বোন ডাক-চিৎকার করলে তার বোনের স্বামী ফ্ল্যাট থেকে বেরিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে পাশের ফ্লাটের ভাড়াটিয়া ও বাড়ীর মালিক ঘটনাস্থলে ছুটে এসে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তার বোনকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে নিয়ে যায়। 


তিনি সংবাদ পেয়ে ছুটে যান জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে। পরে সেখান থেকে তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডাক্তাররা  পঙ্গু হাসপাতালে   হস্তান্তর করে।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার পরপরই আসামী পালিয়ে গেছে। আসামী কে গ্রেফতার অভিযান অব্যহাত রয়েছে বলে তিনি জানান।