নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০১, ১০ নভেম্বর ২০২১

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়নগঞ্জের ফতুল্লায় দেশীয় তৈরী ধারলো দুটি অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মাসদাইর খলিলের মোড়স্থ তরমুজ আলীর ভাড়াটিয়া মৃত আশরাফুল আলমের পুত্র বাবু (৩২) ও একই থানার পশ্চিম মাসদাইর পাকাপুলস্থ জামাল হোসেনের পুত্র মাসুম(২২)।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে তাদেরকে ফতুল্লা থানার বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে স্টিলের তৈরী দুটি চাপাতি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বিসিক ১ নং গলিতে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতি করার জন্য সেখানে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে শলাপরামর্শ করছিলো।

বিসিকের নিরাপত্তার রক্ষার দ্ধায়িত্বে থাকা আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করলে দুটি চাপাতিসহ ডাকাত দলের দুই সদস্য বাবু ও মাসুম কে আটক করতে সক্ষম হলেও বাকী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতদেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।