নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

বন্দরে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:১০, ৩১ অক্টোবর ২০২১

বন্দরে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সভা 

“মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতী” এ শ্লোগানে বন্দর থানা কমিউনিটি পুলিশং ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে (৩০ অক্টোবর) শনিবার বেলা ১১টায় বন্দর থানা কমপ্লেক্সের সামনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

 

র‌্যালীটি বন্দর থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা চত্বরে এসে র‌্যালী সমাপ্ত করা হয়। র‌্যালী শেষে থানা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী অফিসার বি.এম. কুদরত-এ-খুদা বলেন, পুলিশের ইতিহাসে অন্যতম দিন এইটি। এই দিনটিকে স্বরনীয় করে রাখার জন্য বন্দর থানা কমিউনিটি পুলিশ ব্যাপক আয়োজন করেছে। আমি বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহাকে ধন্যবাদ জানাই।


তিনি আরো বলেন, জনগনের আনুপাতিক হারে পুলিশরে সংখ্যা অনেক কম। পুলিশ ও জনগনের দূরত্বটাকে কাছে আনার জন্য কমিউনিটি পুলিশ গঠন করার মূল্য উদ্দেশ্য। 


বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা সভাপতিত্বে ও বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, বন্দর প্রেসক্লাবের সভাপতি শাহ আরী খান পিন্টু প্রমুখ। 


আলোচনা সভায় ও র‌্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আরহাজ¦ হান্নান সরকার, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, নির্বাহী সদস্য মাহফুজুর আলম জাহিদ, ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বন্দর থানার সকল অফিসারবৃন্দ।