নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

১৭ বছর পর সম্মাননা পেল গ্রেনেড হামলায় আহত আশ্রাফ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৩, ৩১ আগস্ট ২০২১

১৭ বছর পর সম্মাননা পেল গ্রেনেড হামলায় আহত আশ্রাফ

বন্দরে ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় আহত বন্দর কলাগাছিয়ার আশ্রাফ হোসেনকে সম্মাননা প্রধাণ করা হয়েছে।

 

সোমবার (৩০ আগষ্ট) কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের কার্যলের সামনে আয়োজিত ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধাণ অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ।  


তিনি বলেন, আগষ্ট মাস এলেই স্বাধীনতা বিরোধী শক্তিরা এদেশকে নিয়ে চক্রান্ত করতে থাকে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বর্বরোচিত ইতিহাস করেও ক্ষান্ত হয়নি। বিদেশের মাটিতে থাকায় আল্লাহর ইচ্ছায় ভাগ্যক্রম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য নানা চক্রান্ত করতে থাকে।

 

২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি সরকারের ইন্ধন নিকৃষ্টতম গ্রেনেড হামলা চালায়। সেদিন আইভি রহমানসহ বেশ কয়েকজন প্রাণ হারান। অল্পের জন্য রক্ষা পান আমাদের প্রধানমন্ত্রী।  


তিনি আরো বলেন, ২১ আগষ্ট সেই হামলায় আমাদের বন্দরের রাজপথের লড়াকু সৈনিক আশ্রাফ হোসেন ভাই আহত হয়েছিলেন। ওনি কখোনো এই বিষয়টি কাউকে জানায় নি বিধায়।  কিন্ত আমি অবগত হতে পারি নাই।

 

তবে আমি এই খবরেই দ্রুত তার বাড়িতে ছুটে যাই। আজকে আমরা তাকে যে সম্মান দিয়েছি তা খুবই সামান্য। তিনি একজন সত্যিকারের নেতা।  তিনি আমাদের  বন্দরের গর্ব। হাইব্রিডদের আড়ালে আর যেন এরকম আশ্রফ নিজেদের মর্যাদা বঞ্চিত না হয় এদিকেই আমাদের খেয়াল রাখতে হবে।


কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি মোক্তার উদ্দিন মুক্তো,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটন,থানা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজল ইসলাম,স্বেচ্ছাসেবলীগের সভাপতি সাইদুর রহমান জি এমসহ আ'লীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।