নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত আশ্রাফের পাশে কাজিম উদ্দিন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৩১, ২৯ আগস্ট ২০২১

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত আশ্রাফের পাশে কাজিম উদ্দিন 

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় আহত বন্দর কলাগাছিয়া ইউনিয়নের আশ্রাফ হোসেন ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ।

 

 শুক্রবার দুপুরে তিনি বন্দরের কল্যান্দি এলাকায় আশ্রাফের বসত বাড়িতে গিয়ে তার প্রতি সহমর্মিতা এবং তিনি ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। প্রায় ১৭ বৎসরেও তিনি যথাযথ মর্যাদা না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন কাজিম উদ্দিন প্রধাণ।  তবে আগামী ৩০ আগষ্ট তাকে বন্দর উপজেলা আ'লীগের পক্ষ থেকে তাকে সম্মননার প্রদানের ঘোষণা দেয়া হয়। 


উল্লেখ্য, ২০০৪ সালের ২১আগষ্ট গ্রেনেড হামলায় আহতদের নিয়ে অনুসন্ধানী একটি প্রতিবেদনে গণমাধ্যমে উঠে আসে বন্দরের আশরাফ উদ্দিনের নাম।  


প্রকাশিত ঐ প্রতিবেদন উঠে আসে, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দি এলাকার একটি ছোট্ট বাড়িতে থাকেন ভয়াবহ সে হামলায় আহত আশ্রাফ হোসেন। তার দাবি তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে এখনো ক্ষমতাসীনদের রাজনীতি করে আসছে।

 

আর্থিক চাহিদা কিংবা ক্ষমতার কোন মোহ না থাকায় যায়নি কারো দ্বারে দ্বারে। এটা নিয়ে মর্যাদা পাওয়ার কোন চেষ্টাই না করায় বৎসরের পর বৎসর ধামাচাপা ছিলো বিষয়টি। 

 


তবে ১৭ বৎসর পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে টনক নড়ে বন্দরের আ'লীগ নেতাকর্মীদের।  সামাজিক মধ্যমে অনেকেই তার যোগ্য মর্যাদার দাবি ও তাকে অভিভূত করেছেন। সর্বশেষ বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণের নজরে এলে তিনি তাৎক্ষণিক ছুটে যান আশ্রাফ উদ্দিনের বাড়িতে। 


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগ এর সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, মো. এবায়দুল্লাহ, মো. রুবেল ও শেখ শাওন।