ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারলো অস্ত্র সহ ডাকাত দলের দুই সদস্য কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার আইড়লের মোঃ সবুজ কাজীর পুত্র ও ফতুল্লা থানার দেওভোগ আখড়ার সজলদের বাড়ী সংলগ্ন পাচতলার ভাড়াটিয়া মো. লিমন (১৯) ও গোপালগঞ্জ জেলার সদর থানার আটবাড়ির মোঃ নান্টুর পুত্র ও ফতুল্লা থানার দেওভোগ চেয়ারম্যান বাড়ীর হাজী আব্দুর রাজ্জাকের বাড়ীর ভাড়াটিয়া মো. বাপ্পি (১৮)।
শুক্রবার (২৭ আগস্ট) ভোর রাতে তাদের কে ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড় হতে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে একটি চাপাতি ও একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড়স্থ মোক্তারের বাড়ীর সামনের পাকা রাস্তায় ধারালো অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে ৮/১০ জন একত্রিত হয়ে ডাকাতি করার জন শলা পরামর্শ করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রওশন ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড়ে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করলে পুলিশ দৌড়ে লিমন ও বাপ্পি কে আটক করে।
পুলিশ আটককৃতদের নিকট থেকে স্টিলের তৈরী একটি চাপাতি ও স্টিলের তেরী একটি চাকু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে মামলা থানায় মামলা দায়ের করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ফতুল্লার মাসদাইরে ৮/১০ জনের একটি ডাকাত দল অস্ত্র- সস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিলো। পুলিশ তা জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি ধারালো অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।